খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ফাতেমা নগর গ্রামে প্রায় ৫০ একর জমির উপর শিবলী ফার্মস প্রতিষ্ঠিত।
শুরুতে ২০১৫ সনে বিভিন্ন ফলের গাছ যেমন লেবু, আমলকি, পেয়ারা, আমড়া, তেজপাতা, লিচু, কাঁঠাল, আম ইত্যাদি রোপন করার মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়েছিল। পরে বিপুল সংখ্যক কলা গাছ রোপন করা হয়। সেই সাথে কাজু বাদাম, সজিনা, বরই ইত্যাদি গাছ রোপন করা হয়।
২০২১ এ শিবলী ফার্মস এর "খাগড়াছড়ি জৈব সার" উৎপাদন এর কার্যক্রম শুরু হয়েছে।
২০২২ সন থেকে সেখানে বস্তায় সবজি চাষ শুরু হয়েছে। এবং ২০২৫ এ বস্তায় প্রাপ্ত সবজি সমূহ রোদে বা সোলার ড্রায়ারে শুকিয়ে শুকনা সবজি, শুকনা ফল ইত্যাদি পন্য উৎপাদন শুরু হয়েছে।
প্রতিষ্ঠান টির স্বত্তাধিকারী মোস্তফা শিবলীর সাথে রয়েছে আরো ৩ জনের এক শক্তিশালী ম্যানেজমেন্ট টিম। এর বাইরে প্রায় ১০ জন স্থায়ী কর্মী ও আরো ৩০-৪০ জনের অস্থায়ী কর্মীর দল।