খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সততা ও আন্তরিকতা নিয়ে শিবলী ফার্মস এর "খাগড়াছড়ি জৈব সার" উৎপাদন কার্যক্রম টি ২০২১ সালে শুরু হয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠান টির নিজস্ব বাগানে ও জেলার স্থানীয় ফল বাগান, সবজি চাষে ও পাহাড়ি কৃষি কাজে এই জৈব সারের উপযোগিতা প্রতিষ্ঠিত হয়েছে।
উপকরন- গোবর, কলাগাছ, ট্রাইকো ডার্মা। পরিশেষে ১০% কাঠ-কয়লার গুড়া মিশানো হয়, যা মাটিতে বাড়তি আদ্রতা ধরে রাখে। উল্লেখ্য, আমাদের জৈব সার উতপাদনে কোনো প্রকারের পৌর আবর্জনা বা শিল্প বর্জ্য ব্যবহার করা হয় না।
দেশের নানা প্রান্তে ফল ও সজি বাগানে এই ট্রাইকো কম্পোস্ট জৈব সার টি ব্যাপক ভাবে সমাদৃত হয়েছে। প্রতিদিন ১৫ টন উৎপাদন এর সক্ষমতা নিয়ে দেশের যে কোনো প্রান্তে এই ট্রাইকো কম্পোস্ট জৈব সার পৌছে দেয়া হয়।
১) বাল্ক প্রাইস ১২,০০০ টাকা/টন + কুরিয়ার/পরিবহন খরচ। (খাগড়াছড়ি জেলার ক্ষেত্রে পরিবহন খরচ ফ্রি!) ১-২ টন নিলে কুরিয়ারে পাঠাই। বেশি হলে ট্রাকে পাঠাই।
২) ডাক যোগে/পোস্ট অফিসের মাধ্যমে ৫ কেজির ব্যাগ এর মূল্য + পরিবহন খরচ= ১৫০ টাকা (হোম ডেলিভারি),
অর্ডার করতে কল করুন- 01711544777, 01841-544377